সুইজারল্যান্ডে হোটেল ম্যানেজমেন্টের ২,৫০০ জন শিক্ষার্থীকে ১০ দিনের কোয়ারান্টাইন !

আন্তর্জাতিক ডেস্ক থেকে,কবির আহমেদঃ সুইজারল্যান্ডের Lausanne এর বিশ্ব বিখ্যাত এবং সুপার ব্যয়বহুল EHL গ্রুপের হোটেল ম্যানেজমেন্ট স্কুল EHL এর ব্যাচেলর ডিগ্রি সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৭৫% শিক্ষার্থী অর্থাৎ প্রায় ২,৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরবর্তীতে সেই অনুষ্ঠানে উপস্থিত ডজন খানেক শিক্ষার্থীর শরীরে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ সনাক্ত হলে বুধবার সন্ধ্যায় স্থানীয় প্রশাসন সেই অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।
প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে যে,কঠোর সুরক্ষামূলক ব্যবস্থা প্রবর্তনের আগে গত সপ্তাহে এই উৎসব অনুষ্ঠানে আক্রান্তরা সংক্রমিত হয়েছিল। EHL প্রশাসন তাদের হোটেল ম্যানেজমেন্ট স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে অন লাইন ক্লাস প্রবর্তন করেছেন।

EHL কে একটি বিশ্বসেরা হোটেল ম্যানেজমেন্ট স্কুল হিসাবে বিবেচনা করা হয় এবং সারা বিশ্বের প্রায় ১০০ টি দেশ থেকে ৩,৪০০ জন শিক্ষার্থী প্রতি বৎসর এই স্কুলে আসেন তাদের কোর্স সম্পন্ন করতে। চার বৎসর মেয়াদী এই কোর্স সম্পন্ন করতে প্রতিটি শিক্ষার্থীকে ১,৬০,০০০ সুইস ফ্র্যাঙ্ক বা প্রায় €১,৫০,০০০ ইউরো প্রদান করতে হয়।
সুইজারল্যান্ডে এই রাজ্যে প্রতি ১,০০,০০০ লক্ষ বাসিন্দার (২৩ সেপ্টেম্বর হিসাবে) মধ্যে ১২০ জন করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত সমগ্র সুইজারল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫১,৪৯২ জন এবং মৃত্যুবরণ করেছেন ২,০৬১ জন।
8,738 total views, 1 views today