জার্মানী অস্ট্রিয়ার ভিয়েনার পর Tirol রাজ্যকেও করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করেছে !
সুইজারল্যান্ডও ভিয়েনার পর Niederösterreich ও Oberösterreich রাজ্যকেও করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করেছে

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ করোনার সংক্রমণের দ্রুত বৃদ্ধির কারণে জার্মানির সরকার শুক্রবার সন্ধ্যায় Tirol রাজ্যকে করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে ঘোষণা করেছে। অন্যদিকে আজ সুইজারল্যান্ডও অস্ট্রিয়ার Niederösterreich ও Oberösterreich রাজ্যকেও করোনার সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। জার্মানি এখন অবধি অস্ট্রিয়ার ভিয়েনা এবং ফোরালবার্গকে ইতিমধ্যে করোনার সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল চিন্হিত করেছিল। বার্লিনের রবার্ট কোচ ইনস্টিটিউটে করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকা আজ শুক্রবার আপডেট করা হলে সেখানে Tirolকে নতুন করে লিপিবদ্ধ করা হয়েছে।
জার্মানি ইতিপূর্বে চেক প্রজাতন্ত্র এবং লুক্সেমবার্গকেও করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে ঘোষিত করেছে।জার্মানি সংক্রমণ রোগ বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ থেকে, ২৭ টির মধ্যে ১৫টি ইউরোপের দেশের বিভিন্ন শহর বা অঞ্চল করোনার সংক্রমণের জন্য অতি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে জার্মানির ৯ টি প্রতিবেশী দেশের মধ্যে একমাত্র দেশ হিসাবে পোল্যান্ড এখনও করোনায় সংক্রমণ বিস্তার লাভ করতে পারে নি।
আজ অস্ট্রিয়ার করোনা কমিশন দেশের আরও ১০টি জেলাকে করোনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কমলা রঙে চিন্হিত করেছেন। আজ নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৮৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন। আজ রাজধানী ভিয়েনাতেই সংক্রমিত হয়েছেন ৩০৯ জন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪১,৫০০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৮৬ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৩২,৩০১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,৪১৩ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আছেন ৭৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪১১ জন। বাকীরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
8,694 total views, 1 views today