মেট্রোরেল লাইনের উপর শপিং ট্রলি নিক্ষেপ,এক যুবকের ১৫ মাসের জেল !
সমাচার ডেস্ক থেকে,কবির আহমেদঃ আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২০, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি আঞ্চলিক ফৌজধারী আদালত গত ৮ই জানুয়ারি ২৪ বৎসর বয়স্ক এক স্লোভাকিয়ান তরুণকে ভিয়েনা গণপরিবহনের মেট্রোরেল U4 এর লাইনের উপর শপিং ট্রলি নিক্ষেপের অপরাধে ১৫ মাসের সাজা দিয়েছেন। আদালত বলেছে এটা চূড়ান্ত রায় নয়,সে উচ্চতর আদালতে আপীল করতে পারবে।
অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএ জানায়,এই বৎসরের ৮ই জানুয়ারী কথিত ব্যক্তি ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের Friedensbrucke এর ব্রীজ থেকে একটি শপিং ট্রলি মেট্রোরেলের ট্র্যাকের উপর নিক্ষেপ করলে সেই সময়ে আগত মেট্রোরেলের চালক আতঙ্কিত হয়ে হয়ে ইমারজেন্সী ব্রেক করলে শতাধিক যাত্রী আহত হন।
মঙ্গলবার ভিয়েনার আঞ্চলিক ফৌজদারি আদালতে রায় পাঠ করার সময় বিচারক ড্যানিয়েল স্মিটবার্বার বলেন,সে মেট্রোরেল লাইনে শপিং ট্রলি ছুঁড়ে মারার পূর্বে ভারী ধাতব পদার্থ নিক্ষেপের মাধ্যমে গাড়ির কাচ ভাঙ্গা সহ আরও অনেক অপ্রীতিকর ঘটনার জন্য দোষী সাব্যস্ত হন। বিচারক বলেন,সম্পত্তির ক্ষতি ও অন্যান্য অপরাধের জন্য তাকে ১৫ মাসের কারাদন্ডে দণ্ডিত করা হল তবে এটা চূড়ান্ত রায় নয়,সে চাইলে উচ্চ আদালতে আপীল করতে পারবে।
অস্ট্রিয়ায় বসবাসকারী ২৪ বৎসর বয়স্ক স্লোভাকিয়ান যুবক বলেন,”যদি আমাকে উস্কে দেওয়া হয় তবে আমি নার্ভাস হয়ে যাই,” তিনি জুরির সিনেটকে বলেছেন (চেয়ার: ড্যানিয়েল স্মিটবার্বার)। সে আরও জানায় যে,অতিরিক্ত ক্রোধের জন্য সে ৬ বৎসর যাবত একটি রিহাব সেন্টারে চিকিৎসা সেবা নিচ্ছেন। আসলে সে একজন সে একজন নিয়মিত অ্যালকোহল এবং মাদক বা ড্রাগ সেবনকারী।
9,193 total views, 2 views today