এমসি কলেজের কোন ধর্ষকই স্থানীয় ছিলোনা, কার উপর ভর করে তারা ছাত্রাবাসে এতো প্রতাপ খাটাতো ?- মহসিন মাহমুদ

লন্ডন থেকে,নিজস্ব প্রতিনিধিঃ এমসি কলেজের প্রাক্তন ছাত্র মহসিন মাহমুদ এর সাথে আলাপ করে জানা যায়,এমসি  কলেজের কোন ধর্ষকই স্থানীয় ছিলোনা, কার উপর ভর করে তারা ছাত্রাবাসে এতো প্রতাপ খাটাতো ? তিনি বলেন, স্থানীয় যে  রাজনৈতিক বড়ো ভাইয়ের আশ্রয় প্রশ্রয় ছাড়া ধর্ষকরা এতো বেপরোয়া হয়ে উঠতে পারতোনা – সেই বড়ো ভাইদের নাম কেউ বলছেনা , কারণ নাম বললে চাকরি থাকবেনা , কারো কারো লুঙ্গিও থাকবেনা ।               

সিনহা হত্যার পরে এক পর্যায়ে প্রদীপ লিয়াকতকে রেখে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম শিপ্রার পোশাক আর ব্যক্তিগত চালচলন নিয়ে , এমসি কলেজের ব্যাপারটাতে তেমনি – অপরাধী সিন্ডিকেটের প্রশ্রয় দাতা ছাত্রলীগ নেতাদের রেখে আমরা লেগে গেছি প্রিন্সিপালের পেছনে ,

অভিভাবক হিসেবে প্রিন্সিপালের সমালোচনা হতেই পারে , কিন্তু একটা মহল এখন ঘোলা পানিতে মাছ শিকারের মতো , তারাও লেগে গেছে প্রিন্সিপালকে শিকার করার জন্য এর সাথে জড়িত স্থানীয় আওয়ামীলীগের রাজনীতি, তাদের চোখ ধর্ষকের দিকে নয় প্রিন্সিপালের দিকে ! এটা খুবই দুঃখ জনক । 

 

 8,467 total views,  1 views today