আজ অস্ট্রিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬৮৮ এবং মৃত্যু ১
অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃআজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৬৮৮ জন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,আজ Niederösterreich রাজ্যের Mödling জেলার Wiener Neudorf এর একটি লজিস্টিক প্রতিষ্ঠানের ৬০ জন কর্মীর মধ্যে ৫২ জনই করোনায় সংক্রমিত হয়েছেন। ফলে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৬,৩৭৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮০৩ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৩৭,১৮৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,৩৮৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৭২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
8,623 total views, 1 views today