অস্ট্রিয়ান ফুটবল চ্যাম্পিয়ন Red Bull Salzburg এর ৩ খেলোয়াড় করোনায় আক্রান্ত !
সমগ্র দল ১৪ দিনের কোয়ারান্টাইনে এবং এই সময়ের সমস্ত খেলা স্থগিত

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন ফুটবল দল Red Bull Salzburg গত ৩০শে সেপ্টেম্বর ইসরাইলের তেল আবিবে Maccabi Telaviv এর সাথে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লীগের 2020-2021 বৎসরের বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে খেলার জন্য ইসরাইল সফর করেছিল। সে খেলায় Salzburg 3-1 গোলে Maccabi Telaviv কে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। এখানে উল্লেখ্য যে,ইসরাইল ভৌগলিকভাবে এশিয়ার একটি দেশ হলেও খেলাধূলা ও রাজনৈতিক পটভূমিকায় ইউরোপের সাথে সংযুক্ত।
আজ রবিবার ৪ অক্টোবর অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন Red Bull Salzburg ক্লাব কর্তৃপক্ষ এক প্রেস নোটে জানান,গত ৩০ সেপ্টেম্বর ২০২০ ইসরাইলের ম্যাকাবি তেল-আবিবের বিপক্ষে UEFA চ্যাম্পিয়ন্স লীগের প্লে-অফ ম্যাচ খেলে ফেরত আসার পরে প্রথম করোনার টেস্টে দেখা গেছে যে এফসি রেড বুল সালজবার্গের তিন খেলোয়াড়ের করোনার টেস্ট পজিটিভ এসেছে।
বর্তমানে করোনায় আক্রান্ত খেলোয়াড়দের যদিও কোন উপসর্গ নাই তথাপি তাদেরকে আলাদাভাবে ক্লাবে আইসোলেশনে রাখা হয়েছে। Salzburg ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি অস্ট্রিয়ান ফুটবল লীগ পরিচালনা কমিটি, অস্ট্রিয়ান ফুটবল সমিতি এবং দায়িত্বশীল স্বাস্থ্য কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন।
দলের বাকি সদস্যদের টিম ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের কেবল তাদের বাড়ী, প্রশিক্ষণের অবস্থান বা ম্যাচ ভেন্যুতে আসার অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে তাদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে অস্ট্রিয়ার Red Bull Salzburg পরবর্তী দুই সপ্তাহের জন্য তার সকল সিডিউল খেলা ও ভ্রমণ স্থগিত রেখেছেন। ইসরাইলে আজ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৪৩ জন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২,৬৫,০৮৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১,৬৯২ জন। বর্তমান করোনার জন্য দেশটিতে দ্বিতীয়বারের মতো লকডাউন চলছে।
এদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১৪ জন এবং ৪ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৮,১৪৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮১৩ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৩৮,৬২৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,৭০৪ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৭৬ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
8,898 total views, 1 views today