EU প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন করোনা সন্দেহে কোয়ারান্টাইনে !

 আন্তর্জাতিক ডেস্ক থেকে,কবির আহমেদঃ ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন করোনা সন্দেহে কোয়ারান্টিনে রয়েছেন। আজ তাকে জানানো হয়েছে যে, গত মঙ্গলবার তিনি একজন প্রতিনিধির সাথে বৈঠক করেছিলেন তিনি গতকাল রবিবার করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। অবশ্য আজ সকালে ইইউর প্রেসিডেন্ট উরসুলার করোনার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। সংবাদ সংস্থার এপির খবরে বলা হয়েছে যে গত বৃহস্পতিবারও ইইউর প্রেসিডেন্টের স্বাভাবিক রুটিন করোনা টেস্টের ফলাফলও নেগেটিভ এসেছিল।

সোমবার ৫ সেপ্টেম্বর সকালে এক টুইট বার্তায় ইইউর (EU) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেন, আমি করোনার বিধিবিধান অনুসারে নিজেকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত জন্য আলাদা করে রাখবো,কেননা আমি করোনায় আক্রান্ত একজনের সাথে গতকাল বৈঠক করেছিলাম। তিনি আরও জানান এই পর্যন্ত তিনি কোন উপসর্গ অনুভব করেন নি। ইইউর মুখপাত্র এরিক ম্যামার এক সংবাদ সম্মেলনে জানান, ইইউ প্রেসিডেন্ট উরসুলা সুস্থ আছেন,আগামীকাল মঙ্গলবার তাঁর আরেকবার করোনা টেস্ট করা হবে। এই পর্যন্ত তার ২ বার টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। কাল মঙ্গলবার পুনরায় নেগেটিভ আসলে তিনি বুধবার থেকে পুনরায় তাঁর অফিসে বসবেন।

পর্তুগিজ সংবাদ সংস্থা লুসার জানায়,ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন করোনায় আক্রান্ত ব্যক্তির সাথে বৈঠকের পর তিনি বৃহস্পতিবার ও শুক্রবার অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ সহ ইইউর রাষ্ট্রপতি ও সরকার প্রধানদের সম্মেলনে যোগদান করেছিলেন। এই সম্মেলনে পর্তুগিজ স্টেট কাউন্সিলর আন্তোনিও লোবো জাভিয়ারও উপস্থিত ছিলেন। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এখন পর্যন্ত অস্ট্রিয়া চ্যান্সেলরের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয় নি।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫০ জন এবং ৫ জন মৃত্যুবরণ করেছেন। আজ রাজধানী ভিয়েনাতে সংক্রমিত হয়েছেন ৩১৫ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৩৯,০৫৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৯,০২০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৮৮ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 9,124 total views,  1 views today