করোনার সংক্রমণ বৃদ্ধিতে ওমানে পুনরায় রাতে কারফিউ জারি !

 আন্তর্জাতিক ডেস্ক থেকে,কবির আহমেদঃ টাইমস অফ ওমান জানায়,পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপ সুলতান শাসিত ওমান রাষ্ট্রের সর্বোচ্চ সুপ্রিম কমিটি আগামী ১১অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে সবধরণের রাত্রিকালীন কর্মকান্ড স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার রাজধানী মাস্কাটে এক প্রেস নোটের মাধ্যমে দেশটির সর্বোচ্চ সুপ্রিম কমিটি এই ডিক্রি জারি করেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার হুমকিও দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাস্ট্র পরিচালিত ওমান টিভির এক বিবৃতিতে বলা হয়েছে,কারফিউকালীন এই সময়ের মধ্যে দেশের সমস্ত দোকানপাট, ব্যবসা-বাণিজ্য এবং পাবলিক জায়গা বন্ধ থাকবে।

ওমানে প্রায় সাত লক্ষাধিক বাংলাদেশী প্রবাসী বসবাস করেন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে এই পর্যন্ত প্রায় চার হাজার করোনায় সংক্রমিত হয়েছেন এবং প্রায় অর্ধ শতাধিক মৃত্যুবরণ করেছেন।

আজ ওমানে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১,৭২২ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৮ জন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,০৪,১২৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬,০১৭ জন।

 

 9,270 total views,  1 views today