বার্সেলোনায় শারদীয় দুর্গোৎসব পালিত।

বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুন, বিশেষ প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্সেলোনায় পবলেসেক এর কায়ে অলিভেরা নং ৬ এ বার্সেলোনার পুজা কমিটির  উদ্যোগে ০৪/১০/২০১৯ইং  হইতে ০৮/১০/২০১৯ইং তারিখ পর্যন্ত হিন্দু  ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত।শুভ শক্তির বিনাশে মর্তে আসেন  দূর্গা, অসুর শক্তির বিনাশে দেবতাদের সম্মিলিত তেজরষ্মি হইতে মহা শক্তির আবির্ভাব।তেজ রশ্মি থেকে আবির্ভূত অসুর বিনাশী দেবী দুর্গার এবার পৃথিবীতে আগমন ঘোড়ায় চড়ে।পুঞ্জিকা মতে সনাতন  ধর্মাবলম্বীদের এ বিশ্বাসে শুরু হয় এবারের শারদীয় দূর্গা উৎসব। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের এ মহোৎসব ষষ্ঠী, সপ্তমী,অষ্টম, নবমী ও দশমী পর্যন্ত বিপুল  সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।শুরু হইতে শেষদিন পর্যন্ত প্রতিদিন দেবতার সন্তুষ্টি বিধানে পূজা অর্চনা ও আনন্দ গানে অংশগ্রহণ করেন বার্সেলোনায় বসবাসরত হিন্দু জনগোষ্ঠী। পরিবার নিয়ে প্রতিদিনের পূজা মন্ডপে প্রার্থনা ও দেবি দর্শন ই যেন বার্সেলোনায় বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাজ হয়ে উঠে।পরিশেষে বার্সেলোনার সম্মিলিত পূজা কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে দেবী বিসর্জন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *