করোনার ভয়াল থাবায় ক্রমশ বিধ্বস্তের দিকে এগোচ্ছে চেক প্রজাতন্ত্র !

আজ চেকে একদিনেই আক্রান্ত ৮,৬১৮ জন,আর অস্ট্রিয়ায় আক্রান্ত ১,২৩৫ জন !

 অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ার প্রতিবেশী ১ কোটি ৭ লক্ষ মানুষের এই দেশটি করোনা মহামারীর প্রথম প্রাদুর্ভাবে একটি তুলনামূলক কম আক্রান্তের দেশ হলেও বর্তমানে প্রতিদিনের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হুরাহুরি করে বাড়ছে। করোনার প্রথম প্রাদুর্ভাবের সময় আক্রান্ত হয়েছিলেন মাত্র ৫ হাজার মানুষের মত এবং মৃত্যুবরণ করেছিলেন প্রায় ৩০০ শতাধিক মানুষ। আর দ্বিতীয় প্রাদুর্ভাবে আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৩৭৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯০৫ জন।

দেশটিতে গত সোমবার থেকেই জরুরী অবস্থা ঘোষণার পরও অবস্থার উন্নতি না হওয়ায় আগামীকাল থেকে আরো কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামীকাল সোমবার থেকে দেশের সকল প্রেক্ষাগৃহ, সিনেমা, জাদুঘর, গ্যালারী এবং ক্রীড়া সুবিধা প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটিতে করোনার সংক্রমণ এতো দ্রুত বিস্তার লাভ করছে যে রীতিমত এক পরিসংখ্যানে ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। শুধুমাত্র অক্টোবর মাসে অর্থাৎ গত ১০ দিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮,০০০ হাজারেরও উপরে মানুষ এবং সেপ্টেম্বর মাসে সংক্রমিত হয়েছেন ৪৩,০০০ হাজার মানুষ।

শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেয়াস বাবিস জনগণকে এক সপ্তাহের জন্য ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি এই সপ্তাহে করোনার সংক্রমণ এই রকম বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে অর্থনৈতিক বিপর্যয় সত্ত্বেও আমরা সারা দেশ লকডাউন করতে বাধ্য হবো।

এদিকে আজ অস্ট্রিয়ায় আজ করোনায় আক্রান্ত হয়েছেন ১,২৩৫ জন এবং ১০ জন মৃত্যুবরণ করেছেন। আজ রাজধানী ভিয়েনায় সংক্রমিত হয়েছেন ৫১১ জন। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৪,৪২৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮৫২ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৪২,৮২৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১০,৭৪২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৯৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫০৯ জন। অবশিষ্ট আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 9,542 total views,  1 views today