Flussi তে বাংলাদেশের অন্তর্ভূক্তি: প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত এর প্রতি ইতালি প্রবাসীদের কৃতজ্ঞতা

 ইতালি থেকে, মনিরুজ্জমান মনিরঃ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রথমবারের মতো চলতি বছরের শুরুতে সরকারি সফরে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোমে অবস্থিত স্থায়ী দূতাবাস ভবনও উদ্বোধন করেন।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের অক্লান্ত পরিশ্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে’র সাথে ৫ ফেব্রুয়ারি ২০২০ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বৈধভাবে লোক আনার বিষয়টি তুলে ধরেন।

তারই প্রেক্ষাপটে দীর্ঘ ৮ বছর পর ১২ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশিত Flussi Decree- তে বাংলাদেশ অন্তর্ভূক্ত হয়েছে। যেখানে সিজনাল বা নন সিজনাল ভিসার জন্য আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফরকালে ইতালির প্রধানমন্ত্রীর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে ফ্লুসি’তে বাংলাদেশের অর্ন্তভূক্তির বিষয়ে গুরুত্বারোপ করেন করেছিলেন এবং এবং যা পরবর্তীতে রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার ও বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মপ্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়। আর তাই এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারকেও ইতালি প্রবাসী বাংলাদেশীরা ধন্যবাদ জ্ঞাপন কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসীরা মনে করেন, গুরুত্বপূর্ণ অনেক কার্যক্রমের পাশাপাশি ইতালী প্রবাসীদের এই রাষ্ট্রদূত উপহার দিয়ে গেলেন বাংলাদেশের সুনাম ও স্থায়ী দূতাবাস ভবন এক টুকরো বাংলাদেশ।

উল্লেখ্য, সম্প্রতি প্রথমবারের মত সার্বিয়া হতে ৭৫ জন এবং আলবেনিয়া হতে ২৫ জন কর্মীর চাহিদাও পাওয়া গেছে।