প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিনেমার পর্দায় তুলে ধরা হয়েছে” হাসিনা ডটারস টেল” মুভিতে ।

স্পেন থেকে বকুল খানঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী এক মানব প্রেমিক হিসেবে সিনেমার পর্দায় তুলে ধরা হয়েছে” এই প্রামাণ্যচিত্রে । কাব্যিক ও ব্যঞ্জনাময় শেখ হাসিনার সংগ্রামী জীবন ,ফিনিক্স পাখির মতো জ্বলে ওঠা রয়েছে আদ্যপান্ত ঘিরে । ‘কাসা এশিয়া’ এর আয়োজনে ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’ এ ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি প্রদর্শিত হচ্ছে। মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে গত ১৪ অক্টোবর মাদ্রিদের ‘বি দ্য ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে সন্ধ্যা ৭টায় ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত হয়।  ৭৫  মিনিটের এই প্রামাণ্য চিত্রটি প্রদর্শিত হয়েছে ।এতে  বিপুল সংখক উৎসুক, স্পেনিশ ছাড়াও স্পেন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এছারাও বিভিন্ন দেশের কুটনৈতিক জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।                       

আগত স্পেনিশ দর্শকরা বলেন, কঠিন বিপদসংকুল পথ পাড়িয়ে দিয়ে ,দীর্ঘ এই সংগ্রাম ত্যাগ – দীক্ষার দুই বোনের গল্প আমাদের. বিমোহিত করেছে । রাষ্ট্রদূত হাসান মাহমুদ তাঁর প্রতিক্রিয়া বলেন, শেখ হাসিনার জীবনী শক্তি একের পর এক বন্ধুর পথ আমাদের প্রেরণা ও সাহস যোগাবে ,তাঁর মতো শোককে শক্তিতে পরিনিত করে সকলকে এগিয়ে আসতে হবে । স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এ এস এই রবিন বলেন দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন তাঁর একটি প্রমান।  এই চিত্রটি,বঙ্গবন্ধুর মতো একজন ক্ষণজন্মা জননেত্রীকে পেয়েছি বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে । বাংলাদেশ  দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন , প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম।,দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন শারমিন প্রমুখ । মাদ্রিদের  ‘বি দ্য ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে স্পেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক এস আর আই এস রবিন, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মাস্টার, সদস্য সচিব রিজভী আলম, সদস্য একরামুজ্জামান কিরণ , দবির তালুকদার, এফএম পাভেল, আজম কাল, আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান দিদার ,রুবেল খান ,তোতা কাজী ,বুলবুল আহমেদ , আইনজীবী তারেক হুসেন , হানিফ মিয়াজী প্রমুখ। কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমে যেহেতু শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সে কারণে ইতিহাসের নানা ঘটনা, রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার পালাবদল, ব্যক্তি ও রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গিসহ প্রতিটি বিষয়ে গবেষণাধর্মী চিত্র ফুটে উঠেছে এই ডকুমেন্ট ফিল্মে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *