নিউজ ডেস্কঃ অস্ট্রিয়ার ভিয়েনায় স্থায়ীভাবে বসবাসরত খুলনার আলহাজ্ব শেখ শামসুজ্জামান বাবুল অদ্য ২৫-১০-২০১৯ইং সকাল ৫ টায় ঢাকার এপ্যোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্না- লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন যাবত হৃদ রোগে ভুগছিলেন। কয়েক দিন পূর্বে পারিবারিক কাজে বাংলাদেশে গিয়েছিলেন।মরহুম শেখ শামসুজ্জামান বাবুল ৪ছেলে,স্ত্রী এবং বহু বন্ধু বান্ধব রেখে গেছেন । ইউরো সমাচার পক্ষ থেকে চীফ এডিটর আবিদ হোসেন খান তপন এবং সম্পাদক মাহবুবুর রহমান গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান। শেখ শামসুজ্জামান বাবুল অষ্ট্রিয়া বি এন পি এর সহ-সভাপতি এবং এক সময় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ত পালন করেন।
এ দিকে অষ্ট্রিয়া বি এন পি র পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বি এন পির সিনিয়র নেতা নেয়ামুল বশির, হানিফ ভুঁইয়া, এহছানুল্লাহ আলমগীর, মোঃ মোস্তফা, এপোলো চিশতী এবং পলাশ রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে সবাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ইসলাহ কুরআন কাফেলার (বয়স্ক কোরান শিক্ষা)এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৮.১০.২০১৯ ইং রোজ সোমবার সন্ধ্যা ১৯:০০ টায় (বাদ এশা) ভিয়েনা বাইতুল মুকাররম মসজিদে ইসলাহ কুরআন কাফেলা(বয়স্ক কোরান শিক্ষা) পক্ষ থেকে মরহুম শেখ শামসুজ্জামান বাবুল এর জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।