ইউরো সমাচার পত্রিকার ঢাকা সংবাদদাতা সোয়েব মেজবাউদ্দিনের নানার চির বিদায় ।

নিউজ ডেস্কঃ ভোলার লালমোহনের বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজ সেবক আলহাজ্ব এ কে এম আজিজুল ইসলাম, আমাদের ঢাকা সংবাদদাতা সোয়েব মেজবাউদ্দিনের নানা  আজ ২৬ আগষ্ট, ২০১৯ইং রাত ১০  টা ৩০ মি‌নিটের সময়  ঢাকা ইব‌নে সিনা হাসপাতা‌লে ইন্তেকাল  ক‌রেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৮৫ বৎসর। মৃত্যুকা‌লে তি‌নি ৩ ছে‌লে ৩ মে‌য়ে ও অসংখ্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন।

ইউরো সমাচার পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান এক শোক বানীতে মরহুমের রুহের মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *