নিউজ ডেস্কঃ গত ২৫ শে অক্টোবর অষ্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব শেখ শামসুজ্জামান বাবুল শারিরীক অসুস্থতার কারনে ঢাকার এ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও অসংখ গুনগ্রাহী রেখে গেছেন।
অষ্ট্রিয়া বিএনপি নেতার মৃত্যু তে শোক জানিয়েছেন ইউরোপ বিএনপির প্রানপূরুষ ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
এক শোক বানীতে মাহিদুর রহমান বলেন অষ্ট্রিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাসনাত কবির খান রিপন এর মাধ্যমে আমি এই দু:খ জনক খবর পেয়ে ব্যাথিত হয়েছি। ভিয়েনাতে আমার সাংগঠনিক প্রতিটি সফরের সময়েই বাবুল সাহেব নিজের অসুস্থ শরীর নিয়ে হাজির হতেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতেন। অষ্ট্রিয়া বিএনপি হারালো একজন নিবেদীত প্রান শহীদ জিয়ার সৈনিক। আমরাও হারালাম একজন যোগ্য সংগঠক কে।
আমি মরহুম বাবুল সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা।মহান রাব্বুল আলামীন তাকে জান্নাত নসীব করুন, আমিন।