শিক্ষায় রোদসী শিরোপা ২০২০ পাচ্ছেন সিদ্ধেশ্বরী কলেজের স্বনামখ্যাত অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিন।

রিপন শান,বিশেষ প্রতিনিধিঃ রাজধানীসহ দেশের শিক্ষাক্ষেত্রে নানামুখী অবদানের স্বীকৃতিস্বরূপ, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার প্রবর্তিত রোদসী শিরোপা ২০২০ পাবেন ঢাকার আধুনিক ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী কলেজের স্বনামখ্যাত অধ্যক্ষ অধ্যাপক শেখ জুলহাস উদ্দিন আহমেদ ।
ঐতিহাসিক খানজাহান আলীর অমর স্মৃতি বিজড়িত বাগেরহাটের সূর্যসন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য । শ্রীফলতলা পাইলট হাইস্কুল এর সোনালী ছাত্র অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিন সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের সুমহান মানসিকতায় অনন্য এক দীপ্র শিক্ষাবিদ । জন্মভূমির আর্থ-সামাজিক মানোন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন নিরলস । রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীর কাছে তিনি এক জীয়ল অনুকরণীয় আদর্শ ব্যক্তিত্ব ।

বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার এর চেয়ারম্যান প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান এবং মহাসচিব কবি ব্যারিস্টার সাদিয়া আরমান স্বাক্ষরিত সম্মাননা ঘোষণাপত্র থেকে জানা যায়- আগামী ৩ মার্চ রাজধানীর জাতীয় জাদুঘরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার এর বিশ বছরে পদার্পণ, জাতীয় সম্মেলন ও সাংস্কৃতিক উৎসবে, আনুষ্ঠানিক ভাবে শিক্ষাবিদ অধ্যাপক শেখ জুলহাস উদ্দিন আহমেদ এর হাতে রোদসী শিরোপা ২০২০ তুলে দেয়া হবে । ঐদিন আরো যারা রোদসী শিরোপা পাবেন, তারা হলেন-মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব দেশবরেণ্য শিশুসাহিত্যিক কবি ফারুক হোসেন ( শিশু সাহিত্যে ), বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যজন লিয়াকত আলী লাকী ( সাংস্কৃতিক উন্নয়নে ), দুর্নীতি দমন কমিশনের পরিচালক জনাব নাসিম আনোয়ার ( মানবকল্যাণে ), বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক কলামিষ্ট নঈম নিজাম ( সাংবাদিকতায় ), দৈনিক সময়ের আলো‘র সহকারী সম্পাদক কবি আলমগীর রেজা চৌধুরী ( কবিতায় ), স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ ( সংগীতে ), লেখক উপস্হাপক মণি হায়দার ( কথাসাহিত্যে ), আজ রবিবার খ্যাত নাট্যনির্দেশক মনির হোসেন জীবন ( নাটকে ), বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম ( মঞ্চাভিনয়ে ), প্রযোজক মীর ফখরুদ্দিন ছোটন ( অনুষ্ঠান নির্মাণে), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক কবি কাজী জহিরুল ইসলাম ( ভ্রমণ সাহিত্যে ), বাঙালি সাংস্কৃতিক বন্ধনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গীতিকার সাইফুল আজম বাশার ( সেরা সংগঠক হিসেবে ), পলল প্রকাশনের সত্ত্বাধিকারী কবি খান মাহবুব ( প্রকাশনা শিল্পে ), মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম ( আবৃত্তিশিল্পে ), ঢাকা ও লন্ডন থেকে একযোগে প্রকাশিত অনলাইন দৈনিক বজ্রকণ্ঠ ডটকমের প্রধান নির্বাহী সম্পাদক সাংবাদিক সৈয়দ আখতারুজ্জামান মিজান ( অনলাইন সাংবাদিকতায় ) প্রমুখ ।

