রিপন শান, বিশেষ প্রতিনিধিঃ কবি ব্যারিস্টার সাদিয়া আরমান মহাসচিব, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার । সমকালীন বাংলা সাহিত্যের প্রভাবশালী সংগঠন ম্যাজিক লণ্ঠন এর আগামী ৭১৭ তম আড্ডার মধ্যমণি সে । ” উইংস অব ডিজায়ার ” তার প্রথম স্বরচিত ইংরেজি কাব্য । ২০০৭ সাল থেকে বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার এর সাথে যুক্ত হয়ে , রোদসীর প্রয়াত প্রধান উপদেষ্টা ভাষা কবি মাহবুব উল আলম চৌধুরী এবং আমার সাংগঠনিক উৎসাহ ও উদ্দীপনায় ইংরেজির পাশাপাশি বাংলায় কবিতা লেখা শুরু করে অত্যন্ত সৎ সহজ-সরল সাদা মনের মানুষ কবি ব্যারিস্টার সাদিয়া আরমান । ২০০৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি প্রাণঘণ সাহিত্য সাংস্কৃতিক জলসায় সাদিয়ার সাথে আমার পরিচয় । সেই থেকে রোদসীতে সম্পৃক্তি । বর্তমানে রোদসীর নিষ্ঠাবান মহাসচিব । যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত মূলধারার সাংস্কৃতিক সংগঠন পদক্ষেপ বাংলাদেশ এর সাথেও । শিক্ষা জীবনে স্বদেশ ও বিদেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের সৌভাগ্যবান মেধাবী সাদিয়া আরমান কবিতা ও মানুষের জন্য কাজ করতে করতে বহুদূর যাবেন বলে আশা করা যায় । ম্যাজিক লণ্ঠন এর আসন্ন আড্ডার মধ্যমণি কবি সাদিয়া আরমান এর জীবন সুন্দর ও সমৃদ্ধ হোক আরো আরো ।