ডেস্ক রিপোর্টঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য এর মধ্য দিয়ে পালিত হোল পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) ভিয়েনার মসজিদে নুরে মদিনায়। মসজিদ কর্তৃপক্ষ প্রতি বছর এই দিবসটি পালন করে আসছে।
প্রথমেই পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন সাইফুল ইসলাম। এরপর মহানবী বিশ্ব নবী হযরত মোহাম্মাদ(সঃ) উপর বিভিন্নজন নাত এবং ইসলামী গজল পরিবেশনা করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েনার বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম মসজিদের ইমাম ও খতীব গোলামুর রহমান আল আজহারী । তিনি মহানবী হযরত মোহাম্মাদ(সঃ) এর উপর বিশদভাবে আলোচনা করেন।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইউরো সমাচার পত্রিকার সহ সম্পাদক কবি আনিসুজ্জামান, অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি শরিফুল ইসলাম মোহাম্মাদ, সাধারণ সম্পাদক মীর তরুন, মনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম এবং বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তা মোঃ জুবাইয়দুল এইচ চৌধুরী সহ প্রমুখ।
পরিশেষে মিলাদ এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।