ঢাকা- ভোলা রুটে গ্রীনলাইন ওয়াটার বাস ভলভোর শুভযাত্রা ২৫ নভেম্বর ।

ভোলা থেকে বিশেষ প্রতিনিধি, রিপন শানঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা-ভোলা রুটে চালু হচ্ছে গ্রিন লাইন ভলভো ওয়াটার বাস।বৃহস্পতিবার সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় গ্রিন লাইন কর্তৃপক্ষ। গ্রিন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিন জানান,২৫ নভেম্বর ২০১৯ইং থেকে এই রুটে অত্যাধুনিক ওয়াটার বাস সেবা চালু হচ্ছে। ওই দিন দুপুর দেড়টায় ভোলা থেকে ঢাকার উদ্দেশ প্রথম ওয়াটার বাসটি ছেড়ে যাবে ।
পরদিন থেকে প্রতিদিন সকাল ৭টায় ভোলা থেকে ছেড়ে যাবে ওয়াটার বাস।অন্যদিকে ঢাকা থেকে ছাড়বে প্রতিদিন দুপুর দেড়টায়। ওয়াটার বাসের ভাড়াও নির্ধারণ করে দিয়েছে গ্রীনলাইন কর্তৃপক্ষ উপরতলার ভাড়া প্রতি সিট এক হাজার টাকা। নিচতলার ভাড়া সাতশ’ টাকা।গ্রিন লাইন এর আগে ঢাকা-বরিশাল রুটে ভলভো ওয়াটার বাস চালু করে।বরিশালের পরে এবার প্রথম ভোলায় এর সঙ্গে যুক্ত হল ঢাকা- ভোলা রুটে ওয়াটার বাস।দক্ষিনাঞ্চলের জনগন এখন থেকে দিনাদিন ঢাকা – ভোলা যাতায়াত করতে পারবে।