বার্সেলোনায়, সুনামগঞ্জ জেলা কুলতুরাল এসোসিয়েশন এর আংশিক কমিটি ঘোষণা।

     

   বার্সেলোনা থেকে, বিশেষ প্রতিনিধি, মহিউদ্দিন হারুনঃ  কাতালোনিয়ার প্রান কেন্দ্র বার্সেলোনা রাভালের স্হানীয় রেষ্টুরেন্টে ২৪শে নভেম্বর ২০১৯ইং  শনিবার সুনামগন্জ জেলা বাসির উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ সংগঠন কে পুনর্জীবিত এবং সচল করার লক্ষ্যে এক সাধারণ সভার আয়োজন করা হয়। কোরআন থেকে তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য নুর আহম্মদ। আবু তালেব আল মামুন লাভু ও আজমান আলীর যৌথ সঞ্চালনায সভাপতিত্ব করেন ফারুক মিয়া।   

                                                              

অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন মুজিবুর রহমান তোতা,আরো বক্তব্য রাখেন হারুনুর রশীদ,আফরোজ মিয়া ফাকু,আশ্বাদ আলী,নিজামুর রহমান নিজাম, ফয়সাল আহমেদ, গুলজার আহমদ, সোহেল রহমান, কামরুজ্জামান ,রুহুল আমিন, এমরান, সাঈদ সর্দার, আব্দুর রহমান সামসুল মাতিন,রেজু মিয়া, এমদাদুল হক রোকন, আব্দুর রকিব স্বপন, দিলশাদ মিয়া,বাবুল খান,আলী হোসেন, আব্দুল হক,আলী আহমদ, মো: সেলিম,রিপন সহ সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ। মানুষ মানুষের জন্য কথাটির সত্যতা উপলব্ধির মাধ্যমে সেবার হাত প্রসারিত হোক স্লোগানে র মধ্যে দিয়ে  এই সাধারণ সভায় নাজমুল ইসলাম কে সভাপতি ও হারুনুর রশিদ কে সাধারণ সম্পাদক করে পাঁচ জনের নাম ঘোষণার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটির আংশিক ঘোষণা দেয়া হয়। অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক রোবেল আহমদ সোহেল,অর্থ সম্পাদক আবদুর রকিব স্বপন, প্রচার সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।     
প্রধান সমন্বয়ক মুজিবুর রহমান তোতার নেতৃত্বে সাত সদস্যের কমিটির মাধ্যমে এই মহৎ সিদ্ধান্ত নেয়া হয়।পরে যে কোন একদিন নাম ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটির আশ্বাস প্রধান করে সেবা মূলক এই সংগঠন কে সুনাম গন্জ সহ দেশ মাতৃকার সেবাই এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন সুন্দর এবং সততার বিকল্প নাই।সিলেকশন অথবা ইলেকশন যে কোন পদ্ধতিতে সকলের মতামত ও ঐক্যমতের ভিত্তিতে নবীন এবং প্রবীন এর সমন্বয় গঠিয়ে সুন্দর কমিটি গঠন নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা হয়।অতীতের অকার্যকর ও স্হবির নেতৃবৃন্দের গঠন মূলক সমালোচনা সহ আগামী দিনে সংগঠনকে যেন কল্যানময় গতিশীল করে সম্মানী ও কল্যাণ মূলক সংগঠনে উপনিত করা যায় এ লক্ষে ঐক্যমত প্রকাশ করেন। পরিশেষে সভাপতি তার সমাপনি বক্তব্যে সংগঠনের সাফল্য কামনা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক সভার সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *