ইতালীতে সিলেট সিটি ক্লাবের মতবিনিময় সভায় আংশিক কমিটি ঘোষনা।

মিনহাজ হোসেন, ইতালী প্রতিনিধিঃ  ইতালী সহ ইউরোপে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বিদেশীদের মাঝে তুলে ধরার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ইতালীতে সিলেট সিটি ক্লাবের এই প্রথম নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ নভেম্বর রবিবার রোমের তরপিনাত্তারা রসই রেস্টুরেন্ট হলরুমে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব বাংলাদেশ সমিতি ইতালী সহ সভাপতি ও সিলেট যুব সংঘের সভাপতি সিলেট সিটি ক্লাবের সম্মানিত আহবায়ক আরমান উদ্দিন স্বপন এর সভাপতিত্বে ও আফজাল হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালী প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, সদস্য রেজাউল করিম রেজা, মুসলিম মিয়া সহ বৃহত্তর সিলেটবাসীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সিলেট সিটি ক্লাবের আংশিক কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভা শেষে আহবায়ক আরমান উদ্দিন স্বপন নব গঠিত এই কমিটির কর্মকর্তাদের আংশিক নাম ঘোষণা করেন। এই কমিটির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ খান সোহেল, কোষাধ্যক্ষ আফজাল হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক বিজয় কর নির্বাচিত হন। নতুন সভাপতি নুরুল ইসলাম বলেনঃ প্রবাসে বৃহত্তর সিলেটবাসী সহ বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাবেন এবং বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দরা আলোচনার মাধ্যমে জানিয়েছেন যতদ্রত সম্ভব অভিষেকের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য এবং তারা সিলেট সিটি ক্লাব ইতালী এদেশের আইন অনুযায়ী রেজিষ্ট্রেশন করার জন্য আহ্বান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *