প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্পেন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।

স্পেন থেকে,এইচ এম দবির তালুকদারঃ গত ২৫ নভেম্বর সোমবার মাদ্রিদের স্থানীয় ক্যাফে ঢাকা রেস্টুরেন্টে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করছে স্পেন আওয়ামী লীগ । এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এস আর আই এস রবিন । সাধারণ সম্পাদক রিজভী আলমের সঞ্চালনায় স্পেন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের উপস্থিতি ছিল আনন্দে উৎফুল্ল । দীর্ঘ ১৪বছর পর আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্পেনে আসবেন এ যেন স্পেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে এক নতুন আনন্দ । কারণ ২০০৫ সালে বিরোধী দলে থাকা অবস্থায় এক সাংগঠনিক সফরে স্পেনে আসেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নেতৃত্তের টানাপোড়েনের কারণে দলীয় সংবর্ধনা টি ও পাননি আওয়ামী লীগের সাবেক এই সভানেত্রী । উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আতা পান্নার লিয়াকৎ নয়নের নেতৃত্বে লড়াই ও চেয়ার বন্টনের কারন আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধুর কন্যার একটি দলীয় সংবর্ধনা হয়ে ওঠেনি স্পেনের মাটিতে। বক্তারা বলেন ক্ষমতা চেয়ারের লোভ জামাত- শিবিরের চক্রান্ত কে প্রশ্রয় দিয়ে সেদিন যারা বঙ্গবন্ধুর কন্যা কে সম্মান দিতে ত্যাগ স্বীকার করেননি আজ তাদের অবাঞ্চিত ঘোষণা করেছে স্পেন আমি লীগের সর্বস্তরের নেতাকর্মী ।
