ইতালীতে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ফখরুল সংবর্ধিত ।

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সাবেক সভাপতি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ইউ কে প্রবাসী ফারুকুল আলম ফখরুল ইতালী আগমনে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আয়োজনে সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত।
গত ১লা ডিসেম্বর তরপিনাত্তারা রসই রেস্টুরেন্ট কনফারেন্স রুমে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জায়েদুল হক মুকুল এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য হাফিজ মিছবাহ উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ কে থেকে আগত জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সাবেক সভাপতি ফারুকুল আলম ফখরুল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালী সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতি ইতালীর সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, রোম বিডি স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম পলাশ, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সাবেক আহবায়ক ফজলুর রহমান, এম ডি রানা খান, সাবেক সহ সভাপতি এম ডি মজির উদ্দিন, এম ডি আব্দুল ওয়াদুদ, জালালাবাদ এসোসিয়েশন ইতালী প্রধান নির্বাচন কমিশনার ওলিউল ইসলাম, বৃহত্তর সিলেট যুব সংঘের সভাপতি আরমান উদ্দিন স্বপন, সিলেট সিটি ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক শরিফ খান সোহেল, এছাড়াও সামাজিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট ইসলামী যুব সমাজ, জালালাবাদ স্পোটিং ক্লাব, মন্তেভেরদে বৃহত্তর সিলেট এসোসিয়েশন সহ রোমের সামাজিক আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জালালাবাদ এসোসিয়েশন ইতালীর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। এসময় বক্তারা সবাই জালালাবাদ এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন সাবেক সিনিয়রদের হাতে গড়া জালালাবাদ আজ বর্তমান কমিটির সামাজিক মানবিক কাজে বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে যাহা প্রশংসার দাবিদার। বক্তব্য পরবর্তী সংবর্ধিত অতিথি ফারুকুল আলম ফখরুলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে জালালাবাদ এসোসিয়েশন ইতালি সভাপতি ইতালী এবং রোমের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভাপতি অলিউদ্দিন শামীম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *