স্পেন থেকে নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ০৩/১২/২০১৯ ইং তারিখে স্পেনের রাজধানী মাদ্রিদে জেলবন্দি কয়েদিদের সেবার মান উন্নয়নের দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কালো পোশাক পরিধান করে, বাদ্যযন্ত্র বাজিয়ে এবং শ্লোগানে মুখরিত করে একত্রিত হতে থাকে মাদ্রিদের সেন্টার SOL এ । দীর্ঘ এই মিছিল সেন্টারে ঘন্টাখানেক অবস্থান করে ধীরে ধীরে এগিয়ে যায় আদালত ভবনের সামনে। স্টেজ তৈরী ও বক্তব্য প্রদান ও প্রতিবাদ শ্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ ও শহরের কেন্দ্রস্থল। এই প্রতিবাদে অংশ গ্রহন করেন, অষ্ট্রিয়া থেকে আগত “ইউরো সমাচার” পত্রিকার চীফ এডিটর আবিদ হোসেন খান তপন এবং অষ্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী নাসরিন নাহীদ।
স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। স্পেনের পশ্চিমে আটলান্টিক মহাসাগর ও পর্তুগাল, উত্তরে ফ্রান্স ও আনদোরা, পূর্বের সম্পূর্ণ অংশ জুড়ে ভূমধ্যসাগর এবং দক্ষিণে জিবরাল্টা প্রণালী। উল্লেখ্য এই জিব্রাল্টা প্রণালীর ঐ পাড়েই আফ্রিকার অবস্থান। ইউরোপের সাথে আফ্রিকার একটি মাত্র সীমান্ত দেশ হচ্ছে স্পেন।