জালালাবাদ সমিতি, অস্ট্রিয়া এর নতুন কমিটি গঠন।

ডেস্ক রিপোর্টঃ অস্ট্রিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগ প্রবাসীদের সংগঠন জালালাবাদ সমিতি এর নতুন কমিটি (২০২০-২১ ইং) গঠন করা হয়েছে।

ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সিলেট প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে নতুন নির্বাহী কমিটির সভাপতি পদে মোঃ আবু সাঈদ চৌধুরী লিটন কে উপস্থিত সকলের সর্বসম্মতিতে নির্বাচিত করা হয়েছে এবং সাধারণ সম্পাদক পদে মোঃ ওয়াছিউর রহমান, কোষাধক্ষ্য মোঃ এনায়েত হোসেন খান রুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহেল আহমদ, ক্রীড়া সম্পাদক মোঃ শামীম আহমদ কে নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

জালালাবাদ সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন কাজে আত্মনিয়োগ করে সকলের সেবায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও নতুনত্ব কামনা করেছেন সমিতির সদস্য বৃন্দ।

উল্লেখ্য, ১৯৯০ সালে গঠিত হয় জালালাবাদ সমিতি অস্ট্রিয়া, এই সমিতির মাধ্যমে বসবাসরত সিলেটি প্রবাসীরা সবসময় সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকেন। প্রতিবছর ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়। এই কার্যকরী কমিটি সকল সদস্যকে নিয়ে প্রবাস জীবনের সবাইকে আনন্দ দেওয়ার লক্ষ্যে পিকনিক, গ্রীল পার্টি, জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান করে আসছে।জালালাবাদ সমিতি একটি বহুমুখী আঞ্চলিক সংগঠন।এই সমিতিতে রয়েছেন কবি সাহিত্যিক, লেখক, কলামিস্ট, রাজনীতিবিদ, সাংবাদিক, বাউল শিল্পীসহ বিভিন্ন গুণীজন।
এবার নতুন সাজসজ্জা কৌশল নিয়ে ভিন্ন আঙ্গিকে ২০২০-২১ সালের নতুন কমিটি সকলের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে এমনটাই সকলের কামনা।

 2,151 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *