স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত ।

স্পেন থেকে বকুল খানঃ বাংলা আজ বিশ্বময় ,দেশ হতে দেশান্তরে ,স্পেনে এই প্রথমবারের মত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালন করেছে লেগাড ক্রেস্পো কলেজ । এতে প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ফেস্টুন ,প্লাকার্ড ব্যানার নিয়ে বিশাল  আকারের ৱ্যালি বহর বের করা হয় । এতে কোমলমতি শিশুদের কণ্ঠে ছিল” আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ,আমি কি ভুলিতে পারি ”                              

ভাষার জন্য কোনো মানুষ প্রাণ দিতে পারে ,এটাই ছিল বিস্ময় ,মাতৃভাষা দিবস নিয়ে  বিদেশী ছাত্র- ছাত্রী ও ভিনদেশী  অভিভাবকদের মাঝে ছিল ব্যাপক কৌতূহল । ৱ্যালি পূর্ব আলোচনায় বাংলাদেশি ৫২ এর  ভাষা আন্দোলন ,২১ ফেব্রুয়ারির ইতিহাস নিয়ে স্প্যানিশ, বাংলা ও ইংরেজি ভাষায় উপস্থাপন করেন শাহরিয়ার রহমান । অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য আবু সায়েম মজুমদার  । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনামুল করিম তারেক ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,আবু বক্কর সিদ্দিকী ,সাংবাদিক বকুল খান ও কবির আল মাহমুদ । পরে এক প্রতিক্রিয়ায় অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা গভর্নিং বডির সদস্য আবু সায়েম মজুমদার বলেন ,একুশে ফেব্রুয়ারি গৌরবগাথা ইতিহাস প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বময় করে তুলতে আমাদের এই প্রচেষ্টা ।সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ এসোসিয়েশন নেতৃবৃন্দের প্রতি ।

 1,539 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *