ভোলার লালমোহনে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন

জাহিদুল ইসলাম দুলাল, (ভোলা) লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। তফসীল ঘোষণার পরপরই মাঠে নেমেছেন চেয়ারম্যান প্রার্থীরা। সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
এরইমধ্যে সমর্থকদের নিয়ে হোন্ডা শো-ডাউন করেন ফরাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাজনীতিবীদ, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আলমগীর। শতাধিক মটর বাইকসহ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এই শো-ডাউন করেন তিনি। মটর শোভাযাত্রাটি ইউনিয়নেন সাতানী বাজার, গাইমারা, রেড়ীর মাথা, পেশকারহাট, আবুগঞ্জ হয়ে সাদাপোল এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় প্রত্যেকটি বাজারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থী আলমগীর। সকলের কাছে দোয়া চেয়ে বলেন, বিগত দিনে এই এলাকার উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এসময় স্থানীয়রা বলেন, প্রার্থী আলমগীর ইউনিয়নের মানুষের কাছে গ্রহনযোগ্য মানুষ। অনেক আগে থেকেই তিনি এলাকার মানুষের জন্সুয কাজ করছেন। তাই নির্বাচনে তাকে জয়ী করার আহ্বান জানান স্থানীয়রা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ মার্চ ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল এবং ১২ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
2,048 total views, 1 views today