করোনার প্রভাবে অষ্ট্রিয়া থেকে ইতালির ট্রেন চলাচল বন্ধ

সমাচার নিউজ ডেস্কঃ ইতালি সরকার সমগ্র উত্তর ইতালিকে কোয়ারেন্টাইন ঘোষণা করায় অষ্ট্রিয়ান ট্রেন এখন থেকে আর ইতালির অভ্যন্তরে প্রবেশ করবে না। অষ্ট্রিয়ান ট্রেন ইতালির সীমান্তবর্তী এলাকা Villach ও Klagenfurt পর্যন্ত যাবে। তারপর যাত্রীদের সেখান থেকে বিশেষ বাসে নিয়ে যাওয়া হবে ইতালির সীমান্তবর্তী রেলস্টেশনে। ইতালির ট্রেন যাত্রীদের নিয়ে যাবে গন্তব্যে তবে শুধুমাত্র উত্তর ইতালি পর্যন্ত।
ইতালির সরকারের ঘোষণা অনুযায়ী উত্তর ইতালির কেহ বাহিরে যেতে পারবে না এবং বাহির থেকে কেহ কোন নিরীক্ষণ ব্যতীত ঢুকতে পারবে না। এই রেড জোন এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ নিরীক্ষণের মাধ্যমে প্রবেশ করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে। দোকান পাঠ সম্ভবতঃ সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। সন্ধ্যার পর থেকে অনেক এলাকায় কারফিউ জারি থাকবে বলে খবরে বলা হয়েছে।

ইতালির করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ইতালি থেকে অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সভাপতি এবং এন টি ভি ইউরোপ এর ইতালি ব্যুরো প্রধান মুনিরুজ্জামান মুনির টেলিফোনে জানান, শুধুমাত্র গতকাল উত্তর ইতালির Lombardy অঞ্চলে ১৩৩ জন মৃত্যু বরণ করেছেন। মৃত্যুবরণকারীদের অধিকাংশের বয়স ছিলো ৬০ থেকে ৮০ বৎসরের মধ্যে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ তে এবং সর্ব শেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৭,৩৭৫ জনে উন্নীত।
ইতালি সরকার আগামী এক মাসের জন্য উত্তর ইতালির প্রায় দেড় কোটি মানুষকে কোয়ান্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে Milan,Venice,Padova সহ সমস্ত উত্তর ইতালি এক মাস বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকবে।
এদিকে রোমের অবস্থা ভয়ংকর না হলেও রাস্থা ঘাটে লোক সমাগম নাই বললেই চলে মুনির বলেন, বাংলাদেশের সাথে ইতালির ব্যবসা বাণিজ্য দিন দিন উন্নতির দিকেই যাচ্ছিল কিন্তু এই করোনা ভাইরাসের জন্য এখন ব্যবসায় ধস নামছে । বিশেষ করে হোটেল ব্যবসায়ীরা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

ইতালির রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার প্রবাসী বাংলাদেশীদের আতঙ্কিত না হয়ে সাবধানে চলাচল করার অনুরোধ করেছেন এবং যে কোন সমস্যায় দূতাবাসের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন । তিনি বলেন দূতাবাস সর্বক্ষণ প্রবাসীদের সেবা দিতে প্রস্তুত এবং বাংলাদেশীদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ পোষণ করলেই রোম দূতাবাসের হেল্প ডেক্স নাম্বারে ( 333 744 1690, 389 475 6902) জানাতে অনুরোধ করেন। এছাড়াও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান (329 4305 ও 320 224 4829) যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।
3,168 total views, 1 views today