পুরো ইতালি রেড জোনের আওতাভুক্ত – জুসেপ্পে কন্তে

ইতালি থেকে নিজস্ব প্রতিনিধিঃ ইতালির প্রধান মন্ত্রী জুসেপ্পে কন্তে সমগ্র ইতালিকে রেড জোনের আওতাভুক্ত ঘোষণা করেছেন, অর্থাৎ মৌলিক প্রয়োজন ছাড়া কেউ ঘর হতে বের হতে পারবেন না ।
কন্তে বলেন,সম্প্রতি উত্তর ইতালীর কিছু প্রদেশে রেড জোন ঘোষণায় ১ কোটি ৬০ লক্ষ লোককে কোয়ারেন্টাইনে রাখা হয় ।কিন্তু এই ঘোষণার পর প্রচুর লোক উত্তর ইতালি থেকে বের হয়ে রোম এবং অন্যান্য শহরের দিকে ধাবিত হয়। যার কারনে রেকর্ড সংখ্যক লোককে করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত করা হয়।আর তাই ইতালীয়ান সরকার বাধ্য হয়ে পুরো দেশকে রেড জোন ঘোষণা করে। কন্তে আরও বলেন, ‘আমরা যদি নিয়মকে সম্মান করি তবে ইতালি আবার জেগে উঠবে। “আমাদের অভ্যাসকে এখনই বদল করতে হবে, আমাদের অবশ্যই ইতালির ভালোর জন্য কিছু ত্যাগ করতে হবে।”
আগামী ৩ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান, মিউজিয়াম থিয়েটার, সিনেমা স্টেডিয়াম, কনসার্টসহ জনসমাগমের স্হান বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বার, রেস্টুরেন্ট, আলিমেন্টারীসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে ঘোষনা করেছেন । সর্বশেষ গত ৯ মার্চ ইতালির করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ৭৯৮৫ জন সংক্রমণ এবং ৪৬৩ জন নিহত হয়েছেন ।
3,228 total views, 1 views today