“করোনা ভাইরাস”অষ্ট্রিয়ায় বিধি নিষেধ আরোপ

সমাচার ডেস্কঃ করোনা ভাইরাসের জন্য অষ্ট্রিয়ার প্রধান মন্ত্রী সেবাস্তিয়ান কুরস আজ এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী  এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অষ্ট্রিয়ায়  ইন্ডোর ইভেন্টে ১০০ এবং আউটডোর ইভেন্টে ৫০০ লোকের উপরে জন সমাবেশ নিষিদ্ধ করা হল।                                                          যার ফলে আগামী প্রায় তিন সপ্তাহ  অষ্ট্রিয়ায় কনসার্ট,স্টেডিয়ামে ফুটবল  খেলা,জুমার নামাজ বা যে কোনো প্রতিবাদ  সভা-সমাবেশ করা যাবে না ।

অষ্ট্রিয়ান ইসলামিক ধর্মালম্বি অথোরিটি (IGGÖ) সরকারের এই সিদ্ধান্ত মেনে নেন । যার ফলে আগামী ১৩-০৩-২০২০ইং থেকে ০১-০৪-২০২০ইং পর্যন্ত কোন মসজিদে জুমার নামাজ বা শুক্রবার যহুরের নামাজ অনুষ্ঠিত হবে না ।

এদিকে দিন দিন অষ্ট্রিয়ায় করোনা ভাইরাস বেড়েই চলছে । আজ পর্যন্ত অষ্ট্রিয়ায় ১৮৯ জনকে সনাক্ত করা হয়েছে । সারা বিশ্বে এ পর্যন্ত ১,১৫৯৬৫জন আক্রান্ত হয়েছে যার মধ্যে শুধু চীনেই ৮০,৭৫৬জন ।  

 5,722 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *