অষ্ট্রিয়ায় প্রথম একজনের মৃত্যু

কবির আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আক্রাত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে । ৬৯ বৎসর বয়স্ক এই লোক কিছুদিন ইতালি ছিলেন । তিনি করোনায় আক্রান্ত হয়ে ভিয়েনার নামকরা কায়সার -ফ্রান্স- ইউসেফ হসপিটালে ভর্তি হয়ে ছিলেন ।আজ বৃহস্পতি বার তিনি মৃত্যু বরন করেন ।
এদিকে অস্ট্রিয়ান সরকার করোনা ভাইরাসের কারনে ২৫,০০০ পুলিশের ছুটি বাতিল করেছেন ।

ভিয়েনায় ২৪ ঘণ্টার একটি হট লাইন চালু করছে । খাদ্যদ্রব্য, ঔষধপত্র এবং করোনার জন্য এই হট লাইনে যোগাযোগ করার জন্য জনগণকে অনুরোধ করেছেন ।হট লাইন নাম্বারঃ ০১-৪০০০-৪০০১ ।
করোনা ভাইরাসে সাড়া বিশ্বে এ পর্যন্ত ১২৬,৬৬০জন আক্রান্ত হয়েছে, ৪,৬৪১ জন মৃত্যু বরন করেছে এবং ৬৮,৩০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ।
3,875 total views, 1 views today