ইতালিতে আটকে পড়া অষ্ট্রিয়ান পর্যটকদের দেশে ফেরৎ

কবির আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ আজ ৬৪ জন অষ্ট্রিয়ার নাগরিকের একটি দলকে  অষ্ট্রিয়ান এয়ারলাইন্সের বিশেষ বিমানে করে ভিয়েনায় ফিরিয়ে আনা হয়েছে । ফিরিয়ে আনা নাগরিকেরা ১৪ দিনের জন্য নিজেরাই কোয়ারেটাইনে থাকতে হবে ।
অষ্ট্রিয়ায় এই পর্যন্ত করোনা ভাইরাসে   আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে ৫০৭ তে  পৌছিয়াছে এবং একজনের মৃত্যু হয়েছে । অষ্ট্রিয়ায় প্রাদুর্ভাব রোধে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী সোমবার থেকে বন্ধ ঘোষণা  করেছেন, চিড়িয়াখানা,যাদুঘর,খেলা-ধূলা,সিনেমা-থিয়েটার,গির্জা এবং মসজিদে শুক্রবারের জুম্মার নামাজ স্থগিত করা হয়েছে।

সরকার এখন আগামী দূই সপ্তাহের জন্য রেস্টুরেন্ট, বার,লোকাল এবং ডিসকো বন্ধ বা সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার কথা ভাবছেন। এবং দেশের সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স ষাটের উপরে,তাদের বিশেষ পরিচর্যার কথা বলছেন।

গতকাল এক টেলিভিশন সাক্ষাত্কারে সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুরস বলেন,যেভাবে ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে এমনও হতে পারে আগামী সপ্তাহ গুলিতে ইতালির মতো আমাদের দেশেও আক্রান্তের সংখ্যা দশ হাজার হয়ে যেতে পারে। তাই তিনি দেশের জনগণকে সামনের দিনগুলিতে আরও কিছু বিধিনিষেধের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছেন।

এদিকে অষ্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আজ এক প্রেস  ব্রিফিংয়ে জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা শুধুমাত্র সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা মেনে চলুন।

অষ্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক তথ্যে জানা  যায় যে অষ্ট্রিয়ায়  I.C.U কেবিনের সংখ্যা মাত্র দুই হাজার। তাই লোকজন বেশীমাত্রায় সংক্রমিত হলে চিকিত্সা সেবায় বেশ জটিলতা সৃষ্টি হতে পারে।

 

এদিকে ভিয়েনার মেয়র Michael Ludwig আজ ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে  জানান, আগামী সোমবার ভিয়েনার প্রদর্শনী হলে ৮৮০ শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতাল তৈরী করা হবে। তিনি আরও জানান আমাদের হাসপাতাল যথেষ্ট তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে এটি একটি কেয়ার সেন্টার হিসেবে ব্যবহৃত হবে।

ইতিপূর্বে ভিয়েনার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল চিকিত্সককে কর্তৃপক্ষ জরুরী পরিস্থিতির জন্য প্রস্তুত করে রেখেছেন। মেয়র বলেন আমরা যেহেতু বিশ্বের শ্রেষ্ঠ শহর তাই আমরা চেষ্টা করবো করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত Covid-19 এর রোগীদের সর্বাত্মক সেবা প্রদান করা।

 3,708 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *