“করোনা ভাইরাস” ভিয়েনায় ২য় ব্যক্তির মৃত্যু

কবির আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ আজ ভিয়েনায় করোনা ভাইরাসে আক্রান্ত ৬৫ বত্সর বয়ষ্ক একজন অস্ট্রিয়ান আই.সি.ইউ-তে মৃত্যু বরণ করেন। এই নিয়ে অস্ট্রিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুই জন হলো। সর্বশেষ তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় ৮৬০ জন করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন । করোনা সন্দেহে ৮,১৬৭ জনকে পরিক্ষা করা হয়েছে । এদিকে অষ্ট্রিয়ার Innsbruck এ ইতালীয় ছাত্র দম্পতি করোনা ভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ।
অষ্ট্রিয়ান সরকার করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিস্তার রোধে জন সাধারণের জন্য কঠোর বিধি নিষেধ আরোপ করেছেন। আজ ভিয়েনায় ‘অষ্ট্রিয়ান সংসদ’ করোনা ভাইরাস ইস্যুতে এক বিশেষ জরুরী বৈঠকে বসেন ।
সংসদে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুরছ করোনা ভাইরাসের জন্য চার মিলারডেন ইউরোর এক জরুরী অনুদানের ঘোষণা দেন। তিনি বর্তমান পরিস্থিতিতে নিয়োজিত সকলকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে সেনাবাহিনীর মিলিশিয়া বিশেষ ট্রাস্ক ফোর্সকে পুলিশের সাথে মিলে কাজ করার নির্দেশ দেন। চ্যান্সেলর সেবাস্তিয়ান কুরছ বলেন, আগামী মংগলবার থেকে অস্ট্রিয়ায় সকল রেস্টুরেন্টে,পার্ক এবং খেলার মাঠ এবং গণ সমাবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। পরিশেষে তিনি তিনটি কারণ ব্যতীত দেশের জনগণকে ঘর থেকে বের হতে বারণ করেন। যে তিন কাজে ঘর থেকে বের হওয়া যাবে তা হল (১) পেশাদারী কাজ যা স্থগিত করা হয় নি (২) জরুরীভাবে কাজের প্রয়োজন (খাদ্য ও ঔষধ ) এবং (৩) যদি আপনাকে অন্য লোকদের সহায়তা করতে হয়।

এক জরীপে দেখাগেছে,সরকারের এই সিদ্ধান্ত কে দুই তৃতীয়াংশ জনগন সমর্থন করছেন ।

এদিকে কিছুক্ষন পূর্বে অষ্ট্রিয়ার সাথে জার্মান বর্ডার বন্ধ করে দেয়া হয় ।
3,666 total views, 1 views today