ভিয়েনায় ৮৮০ শয্যা বিশিষ্ট বিশেষ সাপোর্ট সেন্টার তৈরী সম্পন্ন

কবির আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ৮৮০ শয্যা বিশিষ্ট করোনাভাইরাসে আক্রান্তদের জন্য বিশেষ সাপোর্ট সেন্টার তৈরী সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ১৭ মার্চ ভিয়েনার ২ নাম্বার ডিস্ট্রিক্টের ভিয়েনা প্রদর্শনী হলের (Messe Wien) ভিয়েনার মেয়র Michael Ludwig উদ্বোধন করেন।

গত সপ্তাহে অস্ট্রিয়ায় করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় এই সাময়িক চিকিত্সায় কেন্দ্রটি তৈরী করা হয়। সিটি মেয়র এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই কেন্দ্রটিতে সাধারণতঃ অল্প বিপদজনক রোগীদের রাখা হবে। তিনি কেন্দ্রটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। আগামীকাল থেকেই এর কার্যক্রম শুরু করা হবে।
অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বিকাল তিনটা পর্যন্ত অষ্ট্রিয়ায় ১,৩৩২ জনের করোনা ভাইরাসে আক্রান্তের কথা বলা হয়। এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ৪ জনের মৃত্যুর খবর জানানো হয় ।
4,054 total views, 1 views today