“করোনাভাইরাস”অষ্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়ায় আজ ৪ জন মৃত্যুবরন করেন,এ নিয়ে মৃত্যুর সংখ্যা এখন ৮ জন ।  প্রতি ঘণ্টায় ঘণ্টায় বেড়েই চলছে অষ্ট্রিয়ায় করোনাভাইরাস এর সংখ্যা । আজ দুপুর ৩  টা পর্যন্ত ১৬৪৬ জনকে শনাক্ত করা  হয়েছে,  ১১,৯৭৭ জনকে পরীক্ষা করা হয়েছে এবং ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।    

সাড়া বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯৮.৫৪৩ জন । মৃত্যু হয়েছে ৭,৯৮৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৮২,৭৭৯ জন ।

গত ১৬-০৩-২০২০ইং থেকে অষ্ট্রিয়ায় সকল শিক্ষা  প্রতিষ্ঠান,  দোকানপাট, হোটেল, রেস্টুরেন, পাব এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ । শুধু মাত্র সুপার মার্কেট,ঔষধ এবং ডাক্তারদের চেম্বার খোলা রয়েছে । জনমানবহীন ভিয়েনা । রাস্তাঘাট নিঃশব্দ । সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাহিরে যাচ্ছেনা । সুপার মার্কেট এবং ঔষধের দোকানে লাইন দিয়ে জিনিষ পত্র নিতে হচ্ছে, আর এ সিদ্ধান্ত সবাই মেনেও চলছে । তবে একজন থেকে আরেক জনের দূরত্ব এক মিটার হতে হবে । এটাই সরকারের সিদ্ধান্ত ।  

ইতিপূর্বে অষ্ট্রিয়ার প্রধান মন্ত্রী সাবেস্তিয়ান কুরজ এই মহামারী মোকাবেলা করার জন্য ৪  মিলিয়ারডেন ইউরোর অনুদান ঘোষণা দেন, এখন তা বাড়িয়ে ৩৮ মিলিয়ারডেন করেন ।এছাড়া প্রধান মন্ত্রী সাবেস্তিয়ান কুরজ সকলকে শান্ত থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান ।

 4,109 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *