করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু এবং ক্রমশঃ উপমহাদেশে ছড়িয়ে পড়ছে

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এছাড়া নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছে। আজ আইইডিসিআর-এর নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি বিদেশ ফেরত আত্মীয়ের দ্বারা সংক্রমিত হয়েছিলেন। আগে থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ইতিপূর্বে যে ১০ ব্যক্তি ভাইরাস আক্রান্ত হিসেবে চিকিৎসাধীন ছিলেন নিহত ব্যক্তি তাদের একজন। তিনি আইসিইউতে ছিলেন। ফ্লোরা আরও জানান, বাকিরা ভালো আছেন। তবে তাদের মধ্যেও দু’তিনজনের আগে থেকেই শারীরিক জটিলতা রয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাস দ্বারা আক্রান্তের সংখ্যা ১৪/১৫ বললেও সম্ভবতঃ এই সংখ্যা আরও অনেক বেশী হবে।
এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ১৪৭ এ উন্নীত এবং ৩ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ শত ছাড়িয়ে গেছে এবং ১জনের মৃত্যুর খবর বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উপমহাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ব্যাপারে বার বার সতর্ক করছেন এবং এই অঞ্চলে সরকার সমূহের করোনা মোকাবেলার অপর্যাপ্ততায় হতাশা প্রকাশ করেছেন।
3,738 total views, 1 views today