“করোনাভাইরাস” আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে অষ্ট্রিয়ায়

নিউজ ডেস্কঃ দিন দিন বেড়েই চলছে অষ্ট্রিয়ায় করোনাভাইরাসের সংখ্যা । আজ সকাল ৮ টার তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১,৮৪৩ জন, পরীক্ষা করা হয়েছে ১৩,৭২৪ জনকে ।
আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি অষ্ট্রিয়ার Tirol শহরে,এখানে করোনা চিহ্নিত হয়েছে ৪৩৭ জন। এছাড়া অষ্ট্রিয়ার প্রদেশ Oberösterreich ৩৪৫ জন, Niederösterreich ২৮৩ জন, Steiermark ২৩৩ জন, Wien(Vienna) ২৩১ জন, Kärnten ৪৫ জন এবং Burgenland এ ২১ জন।
এদিকে গতকাল পর্যন্ত মৃত্যুর সংখা ৯ জন । এর মধ্যে Tirol এ ২ জন, ভিয়েনায় ৫ জন এবং Niederösterreich এ ২ জন । অষ্ট্রিয়ার প্রধান মন্ত্রী সেবাস্তিয়ান কুরজ জনগণকে শান্ত থেকে সরকারের নেয়া পদক্ষেপ মেনে চলার আহ্বান জানান ।
4,505 total views, 1 views today