করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে চীনকে হারিয়ে ইতালির প্রথম স্থান

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ  চীনকে হারিয়ে করোনাভাইরাসে মৃত্যুর  ঘটনায় এখন সবার উপরে উঠে এলো ইতালি।                                                                      গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪২৭ জনের প্রাণহানির সঙ্গে সঙ্গে তারা ছাড়িয়ে গেছে করোনার উৎস চীনকেও। এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জন।

গত বুধবারই ইতালিতে একদিনে প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন কোভিড-১৯ রোগী। এখন পর্যন্ত এটাই যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন। একই সঙ্গে ২,৩৫৭ জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

মরদেহ সৎকারের জন্য ইতালির সেনাবাহিনীকে নিয়োজিত করা হয়েছে। আজ তারই ধারাবাহিকতায় ৭০টি মরদেহ বহণের সময় ইতালির একজন ফটো সাংবাদিক তার ক্যামেরায় সেনাবাহিনীর কনভয়ের ছবি তুলে রাখেন।

 3,831 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *