“করোনাভাইরাস” অষ্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে

নিউজ ডেস্কঃ প্রতি ঘণ্টায় ঘণ্টায় বেড়েই চলছে অষ্ট্রিয়ায় করোনাভাইরাসের সংখ্যা । আজ সকাল ৮ টার তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ২,২০৩ জন, অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টায় আরও ৩৬০ জনকে চিহ্নিত করা হল । পরীক্ষা করা হয়েছে ১৫,৬১৩ জনকে । সর্বমোট মৃত্যুর সংখ্যা ১১ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৫ জন ।

অষ্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিশেষ সাক্ষাৎকারে বলেন, যাদের পক্ষে সম্ভব শুক্রবার ২০শে মার্চ থেকে বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে হোম অফিস করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২০০ বেড়ে গেলে তিনি এই আহ্বান জানান ।
এদিকে আজ থেকে সুপার মার্কেটগুলি সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে ।
4,271 total views, 1 views today