ইতালিতে করোনাভাইরাসের যুদ্ধে মারা গেলেন ১৪ জন ডাক্তার

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হাজার হাজার রোগীকে সুস্থ করতে গিয়ে ১৪ জন ডাক্তার নিজেদের জীবন উৎসর্গ করলেন তারা ।২,৬০০ জন মেডিকেল কর্মী করোনায় আক্রান্ত হয়েছে । ইতিহাসে হয়তো তোমাদের নাম লিখা হবে না । তবে ইতালির জনগন তোমাদের এই আত্মত্যাগ কোনোদিনই ভুলবেনা ।

ইতালিতে বয়স্ক লোকেরায় বিনা চিকিৎসায় এখন মারা যাচ্ছে । আর ঔ বয়স্ক লোকেরায় ছিল প্রবাসীদের পক্ষে । দুঃখজনক হলেও সত্য আজ সেই প্রবাসীদের সামনেই তারা মৃত্যু বরন করছে কিন্তু কোন সাহায্যই করতে পারছে না ।

ইতালিতে এক দিনেই মৃত্যুবরণ করলো ৪২৭ জন । এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩,৪০৫ জনে । আক্রান্ত  হয়েছে ৪১,০৩৫ জন । আইসিইউ তে জীবন মৃত্যুর  সন্ধিক্ষণে ২,৪৯৮ জন ।

 

যুদ্ধের ময়দানে বীর সেনাদের জানাই লাল সালাম! দেশ ও জাতির চলমান ভয়াবহ দুর্যোগে ইতালির সুদক্ষ সামরিক বাহিনীর দেশপ্রেম ও পেশাদারিত্ব বহুদিন শ্রদ্ধার সাথে স্মরণে রাখবো আমরা। শেষকৃত্যের মাধ্যমে স্বজন প্রিয়জনদের শেষ বিদায় জানাবার সুযোগ রহিত করার প্রেক্ষিতে এবং অবশ্যম্ভাবী কোভিড-১৯ জীবানু সংক্রমন ঠেকাতে অনেক ক্ষেত্রেই শেষবারের মতো একনজর দেখার সুযোগ না থাকা সত্বেও ইতালিয়ান সামিরিক বাহিনী সর্বোচ্চ সম্মান ও সতর্কতার সাথে প্রতিটি কফিন পৌঁছে দিচ্ছে শেষ গন্তব্যে। স্বজন হারানো প্রতিটি ভাই-বোনদের প্রতি গভীর সমবেদনা আমাদের।

 4,486 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *