অষ্ট্রিয়ার সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্কঃ আজ ভিয়েনায় অষ্ট্রিয়ার জাতীয় সংসদের প্রেসিডেন্ট Wolfgang Sobotka (ÖVP) এক প্রেস নোটে বলেন যে মাননীয় সংসদ সদস্য Johann Singer (ÖVP) করোনা ভাইরাসের Covid-19 দ্বারা সংক্রমিত হয়েছেন। তিনি বর্তমানে Steiermark এর একটি হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তিনি Steiermark প্রদেশের Schiedlberg শহরের  মেয়রের দায়িত্ব পালন করছেন। সংসদ প্রধান আরো বলেন Johann Singer সর্বশেষ গত রবিবার করোনা ভাইরাস সম্পর্কিত সংসদের বিশেষ অধিবেশনে যোগদান করেছিলেন।

এদিকে আজ ৩ টার তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়াল । আক্রান্ত হয়েছে ২৩৮৮ জন ।

অষ্ট্রিয়ান সরকার যে পদক্ষেপ গুলি নিচ্ছে তাতে ৯৭% জনগন সমর্থন করছে । অন্যদিকে এ পর্যন্ত ১০০,০০০ জন বেকার ভাতার জন্য আবেদন করছে । সামনের দিনগুলিতে এ সংখ্যা আরও বলে মনে হচ্ছে ।                                                                                                                              অন্যদিকে ইতালির পরিস্থিতি ভীষণ খারাপের দিকেই যাচ্ছে, আজ  (সর্বোচ্চ) ৬২৭ জন মৃত্যু বরণ করছেন । ইতালীর সর্বশেষ আপডেট অনুযায়ীঃ
মোট আক্রান্তের সংখ্যা ৪৭০২১জন
মোট মৃত্যু ৪০৩২জন
সুস্থ হয়েছে মাত্র ৫১২৯জন
শুধু আজকে আক্রান্তের সংখ্যাঃ ৪৭৬০ জন। 
সুস্থ হয়েছে ৬৮৮ জন।  

 4,420 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *