করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম বাংলাদেশীর মৃত্যু

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ গতকাল শুক্রবার ২০ মার্চ রাত আটটায় ইতালির মিলান শহরে করোনা ভাইরাসে  আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মাওলা (৫৫) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । তিনিই প্রথম বাংলাদেশী, যিনি করোনা ভাইরাসের Covid-19 দ্বারা সংক্রমিত হয়ে মৃত্যু বরণ করলেন।

ইতালির মিলান শহরের কমাজিনায় বসবাসকারী  মিলানো নিগরদা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ।তিনি জ্বর ও কাশি নিয়ে ভর্তি হন এবং ১৯ দিন ভয়াবহ করোনা ভাইরাস এর সাথে যুদ্ধ করে আজ ২০ মার্চ মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মরহুম গোলাম মাওলা ইতালির সিটিজেন ছিলেন এবং তার পরিবার নিয়ে বসবাস করতেন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে । তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ।

গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ,৯৮৬ জন, মারা গেছেন ৬২৭ জন ,সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৮৯ জন । ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৭,০২২ জন , মোট মৃত্যুর সংখ্যা ৪০৩৩ জন । পুরো   ইতালির আক্রান্তের সংখ্যার হিসেবে এক তৃতীয়াংশ লোম্বার্দিয়ায় আক্রান্ত প্রতিনিয়ত মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে দেশটি । এখনে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে কবে কখন এর সমাপ্তি হবে ! দেখা হবে তো আবার প্রিয়জনদের সাথে ?  

 4,048 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *