অষ্ট্রিয়ায় করোনাভাইরাসের রোগী বেড়েই চলছে

নিউজ ডেস্কঃ আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিকেল ৩ টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪৩০ জন আক্রান্ত হয়ে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,২৪৪ জনে । অষ্ট্রিয়ায় সর্বমোট ২১,৩৬৮ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ৩,২৪৪ জনকে শনাক্ত করা হয়েছে । বেশী আক্রান্ত হয়েছে Tirol এ, এখানে আক্রান্তের সংখ্যা ৬৪৩ জন, ২য় স্থানে রয়েছে Oberösterreich প্রদেশে, এখানে আক্রান্তের সংখ্যা ৬২৮ জন, ৩য় স্থানে রয়েছে Niederösterreich প্রদেশে, এখানে আক্রান্তের সংখ্যা ৪৪৬ জন । চতুর্থ স্থানে রয়েছে Steiermark এ, এখানে আক্রান্তের সংখ্যা ৪২৩ জন এবং ৫ম স্থানে রয়েছে রাজধানী শহর ভিয়েনা, এখানে আক্রান্তের সংখ্যা ৪০৩ জন ।
অষ্ট্রিয়ায় হাসপাতালগুলিতে সর্বমোট আইসিইউ তে আছেন ১৫ জন এবং ভর্তি আছেন ২,৯২৪ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন ।

এদিকে অষ্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রী Alexander Schallenberg এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখনো যে সকল অষ্ট্রিয়ান নাগরিক দেশের বাহিরে আছেন তারা অনতিবিলম্বে অষ্ট্রিয়া ফিরে আসুন । তিনি বলেন আপনাদের জন্য আমরা অষ্ট্রিয়ান এয়ারলাইন্স রেডি করে রেখেছি দেশে আনার জন্য । উল্লেখ্য যে, ইতিমধ্যে ৩,৫০০ জনকে বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে ।
5,060 total views, 1 views today