অষ্ট্রিয়ায় করোনা ভাইরাসে নতুন ঔষধ প্রয়োগে সাফল্য

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ আজ অষ্ট্রিয়ার  Salzburger Landeskliniken এর প্রধান প্রফেসর Dr.Richard Greil এক সাংবাদিক সম্মেলনে বলেন তারা করোনা ভাইরাসের কভিট-১৯ এ আক্রান্ত রোগীকে দুইটি নতুন ঔষধ ব্যাবহারের পর ৯০% রোগ নিরাময় করতে সক্ষম হয়েছেন।                                                                                                                                                                              তিনি বলেন এই ব্যাপারে আরও গবেষণা চলছে । সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রথম ঔষধটি ভাইরাসের আক্রমণের গতিকে হ্রাস করে রোগীকে স্বাভাবিক থাকতে সাহায্য করছে এবং দ্বিতীয় ঔষধটি ইনফেকশন সারাতে কাজ করছে।  তিনি আরও বলেন, দুইটি ঔষধই স্যালাইন এর মাধ্যমে প্রয়োগ করা হয়েছে । সামনের দিকেও এই ঔষধ প্রয়োগ করা হবে বলে যোগ করেন তিনি ।

 5,135 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *