করোনাভাইরাস অষ্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ২৩

নিউজ ডেস্কঃ আজ সকাল ৮ টার তথ্য অনুযায়ী, গত ১২ ঘণ্টায় করোনাভাইরাসে ১১২ জন আক্রান্ত হয়ে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,৬১৯ জনে ।
অষ্ট্রিয়ায় সর্বমোট ২৩,৪২৯ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ৩,৬১৯ জনকে শনাক্ত করা হয়েছে । বেশী আক্রান্ত হয়েছে এখন Oberösterreich প্রদেশে, এখানে আক্রান্তের সংখ্যা ৬৯৩ জন,২য় স্থানে রয়েছে Tirol, এখানে আক্রান্তের সংখ্যা ৬৭৬ জন, ৩য় স্থানে রয়েছে Niederösterreich প্রদেশে, এখানে আক্রান্তের সংখ্যা ৫১২ জন । চতুর্থ স্থানে রয়েছে রাজধানী শহর ভিয়েনা, এখানে আক্রান্তের সংখ্যা ৪৫০ জন, ৫ম স্থানে রয়েছে Steiermark, এখানে আক্রান্তের সংখ্যা ৪৪৭ জন এবং Salzburg এ আক্রান্তের সংখ্যা ৩৫৮ জন ।
অষ্ট্রিয়ায় হাসপাতালগুলিতে সর্বমোট আইসিইউ তে আছেন ১৬ জন এবং ভর্তি আছেন ৩,৫০৭ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন ।
4,526 total views, 1 views today