করোনাভাইরাস অষ্ট্রিয়ায় ৪০৪২ জন চিহ্নিত

নিউজ ডেস্কঃ আজ বিকেল ৩ টার তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় ৪০৪২ জন কে চিহ্নিত করা হয়েছে ।অষ্ট্রিয়ায় সর্বমোট ২৩,৪২৯ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ৪,০৪২ জনকে শনাক্ত করা হয়েছে । বেশী আক্রান্ত হয়েছে এখন Tirol এ,এখানে আক্রান্তের সংখ্যা ৮৫০ জন, Oberösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ৭২১ জন, Niederösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ৫৭৫ জন, রাজধানী শহর ভিয়েনায় আক্রান্তের সংখ্যা ৪৯০ জন, এবং Steiermark আক্রান্তের সংখ্যা ৪৯২ জন ।
অষ্ট্রিয়ায় হাসপাতালগুলিতে সর্বমোট আইসিইউ তে আছেন ১৪ জন এবং ভর্তি আছেন ৩,৫০৭ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন ।

এদিকে চীন থেকে আজ বিকেল ৩ টার অষ্ট্রিয়ান এয়ারলাইন্স এর ২ টি বিমানে হাসপাতালগুলির জন্য ১৩০ টন মাস্ক, হাতমোজা এবং প্রতিরক্ষামূলক পোশাক নিয়ে ভিয়েনা অবতরন করছে । অন্যদিকে করোনাভাইরাসের কারনে আজ পর্যন্ত ১,২০,০০০ (এক লাখ বিশ হাজার) জন বেকার ভাতার জন্য নিবন্ধন করেছে ।
4,428 total views, 1 views today