অষ্ট্রিয়ায় হু হু করে বেড়ে চলছে করোনাভাইরাস

নিউজ ডেস্কঃ আজ বিকেল ৩ টার তথ্য  অনুযায়ী অষ্ট্রিয়ায় আক্রান্তের সংখ্যা  ৪০২ জন বৃদ্ধি পেয়ে মোট  ৪,৮৭৬ জনে দাঁড়াল । অষ্ট্রিয়ায় সর্বমোট  ২৮,৩৯১ জনকে করোনার  পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ,৮৭৬ জনকে   শনাক্ত করা হয়েছে । বেশী আক্রান্ত হয়েছে এখন Tirol এ আক্রান্তের সংখ্যা ১,২৫৩ জন,  Oberösterreich  প্রদেশে আক্রান্তের সংখ্যা ৯৫ জন,   Niederösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ২০ জন, রাজধানী  শহর ভিয়েনায় আক্রান্তের সংখ্যা  ৬১৭ জন, Steiermark এ আক্রান্তের সংখ্যা ৫৫৮ জন এবং Salzburg এ ৪২৯ জন ।         

অষ্ট্রিয়ায় হাসপাতালগুলিতে সর্বমোট আইসিইউ তে আছেন ১৬ জন এবং ভর্তি  আছেন ,৮৭৬ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  জন। মৃত্যু বরন  করছে ২৮ জন ।অন্যদিকে অষ্ট্রিয়ায় ৩৯ জন পুলিশ সদস্য কে করোনায় সনাক্ত করা হয়েছে ।

এদিকে করোনাভাইরাসের ফলে আজ পর্যন্ত ১,৩৮,০০০(এক লাখ আটত্রিশ হাজার) জন বেকার ভাতার জন্য নিবন্ধন করছে ।অষ্ট্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা আতঙ্কে ভীতর দিন কাটাচ্ছে, তবে সকেলেই সুস্থ আছে ।

 4,412 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *