ইতালিতে করোনায় মৃত্যু, মরহুম গোলাম মাওলার জানাজা ও দাফন সম্পন্ন

  অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ ইতালির মিলান শহরে গত ২০শে মার্চ  মরহুম গোলাম মাওলা (৫৫) করোনা ভাইরাসের কভিট-১৯ এ আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আজ মঙ্গলবার ২৪শে মার্চ মিলান  শহরের মুসলিম কবরস্থান ব্রোজ্জানোতে মুসলিম ধর্মীয় নিয়মনীতি অনুযায়ী তাঁর নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। তবে সরকারের নিষেধাজ্ঞার কারণে মাত্র গুটি কয়েকজন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন এবং জানাজার নামাজের সময় একে অন্যের থেকে এক মিটার দূরত্বে দাড়িয়ে ছিলেন।                    

 

মরহুম গোলাম মাওলার পরিবার এবং স্থানীয় মুসলমান জনগোষ্ঠী তাকে ইসলামী শরিয়ত মোতাবেক মুসলিম কবরস্থানে মাটি দিতে পেরে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং  স্থানীয় প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। মরহুম গোলাম মাওলা একজন সৎ,নামাজী এবং সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন বলে জানা গেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রেখে  গেছেন। মরহুমের বাংলাদেশের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগন্জে। 

 4,243 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *