করোনার কারনে পবিত্র নগরী মক্কা ও মদিনা নগরীতে ২৪ ঘন্টার কারফিউ

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ  করোনার কারনে সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে বলে বৃহস্পতিবার দেশটির জারি করা জরুরী অধ্যাদেশের মাধ্যমে জানানো হয়েছে।                                  
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সৌদি সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। তবে,দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলেও কেবলমাত্র প্রাপ্ত বয়স্করা জরুরি ঔষধ ও খাবার আনতে সকাল ৬টা থেকে বিকাল ৩টার মধ্যে বাড়ি থেকে বের হতে পারবেন।                                           

 

এতে আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কারফিউ চলবে। তবে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ আদেশের বাইরে থাকবে। গত ২৫ মার্চ থেকেই করোনার কারণে মক্কা, মদিনা ও রিয়াদসহ দেশটির ১৩টি প্রদেশকে লকডাউন করা হয়। তখন থেকেই মূলত সীমিত আকারে শুধু রাতের বেলা কারফিউ জারি করা হয়েছিল। ফলে এখন থেকে ওমরাসহ পবিত্র নগরী দুটির কোন মসজিদেই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না। সৌদি আরবে এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৮৮৫ জন ম এবং মৃত্যু বরণ করেছেন ২১ জন।                                                                                           

তথ্যসূত্র: Saudi Expatriates/ Saudi Gazzetta Middle East Eye

 4,312 total views,  1 views today