০৮ সেপ্টেম্বর ২০১৯ ইং, রবিবার বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মুকাররাম ভিয়েনা, অস্ট্রিয়ায় ঈদ পুনঃর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথমেই কোমলমতি শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিয়েনায় বসবাসরত বাংলাদেশী ও বিভিন্ন দেশী সহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরপর শিশু-কিশোর প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম মসজিদের সভাপতি আবিদ হোসেন খান তপন।অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মসজিদের ইমাম ও খতিব গোলাম রহমান আজহারী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ, হাবিবুর রহমান, আনিসুর রহমান খান, মোহাম্মদ মোস্তফা, হাসান জামান প্রমুখ, এছাড়াও উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপ এর প্রতিনিধি সোহেল চৌধুরী, ইউরো বাংলা টিভি এর প্রতিনিধি নজরুল জামান (খালেদ) এবং মাসুক চৌধুরী সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি মধ্যাহ্নভোজের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।